News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০০, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০১:০৪, ২০ জানুয়ারি ২০২০

১০ সেপ্টেম্বরের পর সরকারি সিদ্ধান্ত

গণপরিবহণের ভাড়া এখনই বাড়ছে না

গণপরিবহণের ভাড়া এখনই বাড়ছে না

ঢাকা: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে গণপরিবহণে ভাড়া বৃদ্ধির সুযোগ নেই। আপাতত আগের হারেই ভাড়া কার্যকর থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি গণপরিবহণে ভাড়া সংক্রান্ত ১২ সদস্যের একটি কমিটি এবং সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সংক্রান্ত ৮ সদস্যের দুটি কমিটি গঠন করেছিল। সরকারের পক্ষ থেকে তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ চাওয়া হয়েছে। আগামী ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে তারা বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ জানাবে মন্ত্রণালয়ে। তাদের সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় ভাড়া বৃদ্ধি করা বা না করার সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, যারা এর আগে গণপরিবহণে ভাড়া বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, গ্যাসের দাম বৃদ্ধির পরেই মালিকদের পক্ষ থেকে গণপরিবহণে ভাড়া পুনঃনির্ধারণের জন্য একটি দরখাস্ত এসেছে। কিন্তু এ বিষয়ে কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়