ঢামেক হাসপাতালে ৪ নারী পকেটমার আটক
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চার রোগীবেশী নারী পকেটমারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে রোগীদের মোবাইল হাতিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
আটকদের নাম জুনায়েন খাতুন (২৫), রাবেয়া বেগম (৩০), আয়েশা খাতুন (৩০) নাসিমা বেগম (২৭)।
রাবেয়া বেগম জানান, তাদের সকলের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এসে তারা রোগী সেজে ১০ টাকার টিকিন কেনেন। এর পর নাম এন্ট্রি করার জন্য লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়িয়ে রোগীদের মোবাইল হাতিয়ে নিয়ে পালানোর সময় আনসারের এপিসি মিজানুরের নেতৃত্বে চার নারীকে আটক করা হয়। পরে হাসপাতাল পরিচালকের কাছে নিয়ে গেলে তিনি হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোজম্মেল হক বলেন, “এ চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে ঢুকে রোগীদের মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নিচ্ছে।
আটকদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম








