News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৬, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০১:০৪, ২০ জানুয়ারি ২০২০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

ঢাকা: বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দলের নেতাকর্মীদের নিয়ে পুস্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এরপর ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মালেক। খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারও জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব উন খান সোহেল, মহিলাদলের সভাপতি নূরী আরা সাফা, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়