News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০১:০৪, ২০ জানুয়ারি ২০২০

পল্লবীতে শাহাদাৎ বাহিনীর ৬ সদস্য আটক

পল্লবীতে শাহাদাৎ বাহিনীর ৬ সদস্য আটক

ঢাকা: রাজধানীতে ‘কিলার গ্রুপ’ শাহাদাৎ বাহিনীর ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় মিরপুর পল্লবী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শান্ত মিয়া, মিলন ওরফে সুমন, ইয়ামিন সরকার ওরফে মিন্টু, বাবু আহমেদ ওরফে বাবু, মাসুদ রানা ওরফে রানা এবং সোলায়মান কাদের ওরফে পাভেল।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, সোমবার দিনগত গভীর রাতে পল্লবী এলাকা থেকে কুখ্যাত কিলার গ্রুপ শাহাদাৎ বাহিনীর ছয় সদস্যকে আটক করা হয়েছে। বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে এ কিলার গ্রুপটির সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান মেজর মাকসুদুল।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়