মিরপুরে জাল নোট তৈরি চক্রের ৬ সদস্য আটক
ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে জাল নোট তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে এককোটি ২০ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার রাতে মিরপুরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








