News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১০, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০১:০১, ২০ জানুয়ারি ২০২০

রাজধানীতে মাইক্রোবাসচাপায় পরিছন্নতাকর্মীর মৃত্যু

রাজধানীতে মাইক্রোবাসচাপায় পরিছন্নতাকর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিজয় সরণিতে মাইক্রোবাসের চাপায় একজন নারী পরিছন্নতাকর্মী মারা গেছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খুকুমনি (৪০) নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওই পরিছন্নতাকর্মী তেজগাঁও নাখালপাড়া এলাকার ওমর আলীর স্ত্রী।

পরিছন্নতাকর্মীদের সুপারভাইজার নুরুল নবী মিলন জানান, ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস খুকুমনিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিক্যাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যটি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়