News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০১:০১, ২০ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গা সীমান্তের ৪ জায়গায় ৪টি পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা সীমান্তের ৪ জায়গায় ৪টি পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলার সীমান্তে পৃথক চারটি পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ।

সোমবার সকালে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ও বিএসএফ মাদক ও নারী-শিশু পাচার পুরোপুরি বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, সোমবার সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে বৈঠক করে বিজিবি ও বিএসএফ। ৭৬ নম্বর মেইন পিলারের কাছে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মিজানুর রহমান। বিএসএফের পক্ষে ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এএসআই বি একা।

এর আগে সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত জীবননগর উপজেলার ৮১ মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ বৈঠক হয়।

ওই বৈঠকে ছিলেন বিজিবির বারাদী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুর রহিম ও বিএসএফের বিজয়পুর ক্যাম্প কমান্ডার এস আই টিপি মিশ্র।

একই সময়ে জীবননগর উপজেলার সীমান্ত এলাকার ৬৫ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন নতুনপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম।

ভারতের পক্ষে ছিলেন বিএসএফ এর খেজুরবাগান ক্যাম্প কমান্ডার এসআই সুরেন্দার মিশ্র। এর আগে সকাল ৯টা ৩০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তের ৮৫ মেইন পিলারের ২৪ সাব পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন ফুলবাড়ি বিওপি কমান্ডার হাবিলদার মো. আব্দুল হান্নান। ভারতের পক্ষে ছিলেন হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার রঘুনাথ মন্ডল।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়