নওগাঁর মান্দায় ভাইয়ের হাতে ভাই খুন
নওগাঁ: নওগাঁর মান্দায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ইছাহক আলী ( ৩৫) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী লতিফুন বিবি (২৭) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ইছাহক আলী মান্দা উপজেলার দোডাঙ্গি গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
মান্দা থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইছাহকের সাথে তার সহোদর বড় ভাই জয়েন উদ্দিনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বড় ভাই জয়েন উদ্দিন ছোট ভাই ইছাহকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ইছাহক।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে জয়েন উদ্দিন (৪৫), স্ত্রী মর্জিনা (৩২), মেয়ে রেশমা আক্তার (১৯) ও রিমা খাতুনকে (১৭) আটক করা হয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








