বেনাপোলে ২৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
যশোর: সোমবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালি সংলগ্ন উত্তর বারোপোতা মাঠ থেকে ভারত হতে চোরাইপথে আনা বিরল প্রজাতির ২৩৯টি কচ্ছপ উদ্ধার করেছে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানীর অধিনায়ক সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, ‘ভারত থেকে অবৈধভাবে আনা কচ্ছপের একটি চালান শার্শার পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল বারোপোতা মাঠে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর ২৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।’
উদ্ধার করা কচ্ছপগুলো বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। সেগুলো খুলনা প্রাণীসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








