মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১
ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার নাম জুম্মুন। আরিফ নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন, জুম্মুনের লাশ এখনও পায়নি পুলিশ। এছাড়া ঘটনাস্থলে আহত আরিফকেও দেখা যায়নি। ক্যাম্পের ভেতরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে যাওয়া যাচ্ছে না।
সোমবার বিকেলে সংঘর্ষ শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত।
স্থানীয়রা জানান, গত তিন চার দিন আগে আনোয়ার গ্রুপ ও নাদিম গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। বিষয়টি পুলিশকেও জানানো হয়। কিন্তু কোনো লাভ হয়নি। ওই ঘটনার জের ধরেই আজ সংঘর্ষ শুরু হয়।
তারা আরও দাবি করেন, গত দুই দিনে এলাকা থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বলেন, ঘটনা সিরিয়াস কিছু না। কেউ নিহত হয়েছেন কি না তা আমি এখনও জানি না।
এদিকে গুরুতর আহত আরিফের ফুফু বেবি জানান, আরিফকে পুলিশ আটক করেছিল। সোমবার সকালে থানা থেকে যখন তাকে আদালতে নেওয়া হচ্ছিল, তখন আমরা তাকে প্রিজন ভ্যানে তুলে দিয়ে এসেছি। এই সংঘর্ষের মধ্যে সে এখানে এলো কী করে তা বুঝতে পারছি না।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম








