News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০১:০২, ২০ জানুয়ারি ২০২০

ডুমুরিয়ায় মা-মেয়ের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় মা-মেয়ের লাশ উদ্ধার

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার মঠবাড়ি সিরাজ মোড়লের বাড়ি থেকে তার পুত্রবধূ রেশমা খাতুন (২২) ও দেড় বছরের নাতনি মারিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ এ মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত রেশমার স্বামী মাহবুবুর রহমান পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের রবাত দিয়ে পুলিশ জানায়, বছর তিনেক আগে সিরাজ মোড়লের ছেলে মাহবুবুর রহমানের সাথে হাসানপুর গ্রামের কালাম গাজীর মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। দেড় বছর আগে মারিয়ার জন্ম হয়। বিয়ের পর থেকেই কাঁঠালতলা বাজারের মুদি ব্যবসায়ী স্বামী বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন চালাত। সোমবার দুপুরে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে বন্ধ ঘর থেকে রেশমা ও তার শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়