News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০১:০২, ২০ জানুয়ারি ২০২০

উপজেলার বরাদ্দ পরিষদের তহবিলে জমা হবে

উপজেলার বরাদ্দ পরিষদের তহবিলে জমা হবে

ঢাকা: উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত সব প্রতিষ্ঠান ও জনবলের বেতন ও অন্যান্য ব্যয় বাবদ সরকারের দেওয়া অর্থ পরিষদের তহবিলে জমা দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ  অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৮ সালের আইন অনুযায়ী এ প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ২০১১ সালে আইনটি সংশোধন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৯৮ সালের আইনের ৩৫ ধারায় বলা আছে, উপজেলা পরিষদ তহবিল কীভাবে গঠিত হবে। এখানে দুটি বিষয় রয়েছে; একটি- হস্তান্তরিত বিষয়। এটি হলো, সমস্ত তহবিল উপজেলা পরিষদকে হস্তান্তর করতে হবে। দ্বিতীয়টি সংরক্ষিত বিষয়, যা সরকার কর্তৃক সংরক্ষিত হবে।

আইনের ৩৫ ধারায় বলা আছে- কর, রেট, টোল, ফিস এবং অন্যান্য দাবি বাবদ প্রাপ্ত অর্থ, পরিষদের ওপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হতে প্রাপ্ত আয় বা মুনাফা, পরিষদের নিকট হস্তান্তরিত প্রতিষ্ঠান বা কর্ম পরিচালনাকারী জনবলের বেতন ভাতা এবং এ সংক্রান্ত অন্যান্য ব্যয় নির্বাহ বাবদ সরকারের দেয় অর্থ সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান পরিষদের তহবিলে পরিশোধ করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখন বাস্তবায়ন করার জন্য মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হলো।

এর আগে হস্তান্তরিত বিভিন্ন মন্ত্রণালয় অধিদফতরের জনবলের বেতন নিজ নিজ মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্বাহ করত। এখন থেকে হস্তান্তরিত প্রতিষ্ঠানের জনবলের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় উপজেলা পরিষদের তহবিলে জমা হবে।

আইনে বলা আছে, এটি বাস্তবায়নে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়