News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

বিরামপুরে ফেনসিডিলসহ চাউলভর্তি ট্রাক আটক

বিরামপুরে ফেনসিডিলসহ চাউলভর্তি ট্রাক আটক

দিনাজপুর: বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোর ৫টায় তিনশ’ বোতল ফেনসিডিলসহ চালভর্তি একটি ট্রাক আটক করেছে। এ ঘটনায় পুলিশ মো. শাহিন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। শাহিন হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মো. সিদ্দিক আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “দিনাজপুর থেকে তিনশ’ বস্তা মুড়ির চালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭০৮৯) মুন্সিগঞ্জ যাওয়ার পথে বিরামপুর কলেজ বাজারে থামে। সেখানে ফেনসিডিল ব্যবসায়ীর একটি দল ফেনসিডিলসহ ট্রাকে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে।”

তিনি আরো বলেন, “পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকচালক ও সহকারী বিরামপুর দক্ষিণ রেলগেটে ট্রাকটি রেখে পালিয়ে যায়। এ সময় পুলিশ চালকের আসন থেকে দুটি চটের বস্তায় তিনশ’ বোতল ফেনসিডিলসহ শাহিনকে আটক করে।”

ওসি বলেন, “এ ঘটনায় শাহিন, আকারাম হোসেন ও জিয়া উদ্দিনসহ অজ্ঞাতনামা ট্রাকচালক ও সহকারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার বিরামপুর থানায় মামলা দায়ের করেছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়