News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৬, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে ভুয়া দুই পুলিশ সদস্য আটক

ঝিনাইদহে ভুয়া দুই পুলিশ সদস্য আটক

ঝিনাইদহ: সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে দুই ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জিয়ারুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “পুলিশ পরিচয় দিয়ে মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের বটু মিয়ার ছেলে অনিক মিয়া (২৪) ও একই গ্রামের নান্টু জোয়ার্দ্দারের ছেলে রকি হোসেন (২৫) দীর্ঘদিন ধরে হাটগোপালপুর বাজার এলাকায় চাঁদাবাজি করে আসছিল। এমন খবর পুলিশের কাছে ছিল।”

তিনি আরো বলেন, “সোমবার সকালে মাসুদ নামের এক যুবকের কাছ থেকে তিনশো টাকা নেওয়ার সময় এলাকাবাসী ভুয়া দুই পুলিশকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩’শ টাকা, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়