রাজধানীতে ট্রাকচাপায় ২ পথচারীর মৃত্যু
ঢাকা: রাজধানীতে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন ধৌড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতিয়ার রহমান (৩০) ও আব্দুল মান্নান (২৮)। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
তুরাগ থানার এসআই শহীদুল ইসলাম নিউজবাংলাদেশকে জানান, রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম








