News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৪, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৫, ২৪ জানুয়ারি ২০২০

অভিনব প্রতারণার শিকার যশোরের কয়েক নারী

অভিনব প্রতারণার শিকার যশোরের কয়েক নারী

যশোর: ১০-১৫ মিনিটের মধ্যেই প্রতারকরা তাদের কাজ শেষ করে ফেলল। এরইমধ্যে পাঁচ-ছয় নারীর কাছ থেকে নগদ প্রায় ৪০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডিবি পুলিশ পরিচয়ধারী দুই প্রতারক।

সোমবার সকালে হঠাৎ করেই যশোর শহরের বিমানঅফিস মোড়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী দু’যুবক ওয়াকিটকি হাতে দাঁড়িয়ে শহরমুখি কয়েকজন নারী রিকশাযাত্রীকে দাঁড় করায়। এরপর তারা তাদের ব্যাগ তল্লাশি শুরু করে। এর কারণ হিসেবে নারীদেরকে তারা জানায়, তাদের কাছে ইনফরমেশন আছে ব্যাগে করে জাল টাকা ও ডলার পাচার করা হচ্ছে।

শহরের পুরাতন কসবা বিধুভূষণ সড়কের বাসিন্দা রোমানা আক্তার লিপি নিউজবাংলাদেশকে বলেন, “সোমবার সকাল ১০টার দিকে টাকা জমা দিতে আমি ব্যাংকে যাচ্ছিলাম। পথে আমাকে আটকায় পুলিশরূপী দুই প্রতারক। জাল টাকা ও ডলার পাচারের ইনফরমেশনের কথা শুনিয়ে তারা আমার ব্যাগ তল্লাশি করে। এসময় ব্যাগ থেকে তারা আট হাজার টাকা নিয়ে যায়।”

রোমানা আরো বলেন, “আমাকে বলা হয়, টাকাগুলো জাল কীনা তা পরীক্ষার পরই ফেরত দেওয়া হবে। একটু দূরে দাঁড়িয়ে থাকা এক লোককে দেখিয়ে বলা হয়, ওই লোকটি আপনাকে স্লিপ দেবেন। এভাবে আমার মতো আরও পাঁচ-ছয়জনের কাছ থেকে নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে নেয় তারা।”

তিনি বলেন, “স্লিপ দেওয়ার কথা যে লোকটির, তার কাছে যাওয়ার আগেই লোকটির কাছে একটি ট্যাক্সি আসে। তাতে উঠে লোকটি ও সেই প্রতারক পালিয়ে যায়। এরপর আমার স্বামীকে মুঠোফোনে বিষয়টি জানাই। তার সাথে কথা বলে আমি বুঝতে পারি, আমাকে প্রতারণা করা হয়েছে।”

এ বিষয়ে যোগাযোগ করা হয় যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলীর সঙ্গে। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “যশোরে এ ধরনের প্রতারণার খবর এই প্রথম শুনলাম। বিষয়টিতো কেউ আমাকে জানায়নি। তবে এ ব্যাপারে আমি খোঁজ-খবর নেব।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়