যশোরে সাংবাদিকের ওপর হামলা
সন্ত্রাসী আটকের দাবিতে স্মারকলিপি
যশোর: প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক জাহিদুল কবির মিল্টনের ওপর হামলাকারীদের আটকের দাবিতে যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতারা।
সোমবার বেলা ১২টার দিকে প্রথমে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির এবং পরে জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে স্মরকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সহসভাপতি এবং বিএফইউজের কার্যনির্বাহী কামিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম আইউব, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিমন খান, সাধারণ সম্পাদক সাকিরুল কবির রিটন, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট বুধবার দুপুরে সন্ত্রাসীরা শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে মিল্টনকে অপহরণ করে মারপিট করে। যশোরের সাংবাদিকরা সন্ত্রাসী হামলার তাৎক্ষণিক প্রতিবাদ করে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হলেও মূল সন্ত্রাসী রাজকে আটক করতে পারেনি পুলিশ। সাংবাদিক নেতারা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে সন্ত্রাসী রাজকে আটকের দাবি জানান।
নিউজবাংলাদেশ.কম/কেএএ/এফই
নিউজবাংলাদেশ.কম








