News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপরে

তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপরে

লালমনিরহাট: উজানের পাহাড়ি ঢলে সোমবার সকাল থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এসময় পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫৮ সেন্টিমিটার। যা স্বভাবিকের (৫২ দশমিক ৪০  সেন্টিমিটার) চেয়ে ১৮ সেন্টিমিটার বেশি।

দেশের সর্ববৃহৎ সেচপ্রকল্প তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র জানায়, সোমবার ভোররাত থেকে তিস্তার পানি মারাত্মকভাবে বেড়ে গিয়ে দুপুর পর্যন্ত বিপদসীমার ১৮ সেন্টিমিটারের ওপর দিয়ে বইছে। ফলে তিস্তার তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার পরিবার। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট একইসঙ্গে খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিস্তা ব্যারাজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মাহফুজুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তাই দেশের সর্ববৃহৎ সেচপ্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট
খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।”

জেলা প্রশাসক হাবিবুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “ভারতের গজল ডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দি পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়