News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৪, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

পূর্ণিমার জোয়ারে লক্ষ্মীপুরের দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

পূর্ণিমার জোয়ারে লক্ষ্মীপুরের দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

লক্ষ্মীপুর: পূর্ণিমার জোয়ারে জেলার কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা নদীর উপকূলীয় প্রায় ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এসব এলাকার দশ হাজার মানুষ এখন পানিবন্দি।

হঠাৎ করেই জোয়ারের পানি উঠে আসায় তলিয়ে গেছে রোদে শুকাতে দেওয়া ধান, আউশ ধানের ক্ষেত, আমনের বীজতলা ও মৌসুমি ফসল। ডুবে গেছে কয়েকশো মাছের ঘের ও পুকুর। ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ।

চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন ও সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জানান, মেঘনা নদী উপকূলীয় কমলনগর উপজেলার চর ফলকন, সাহেবেরহাট, চর কালকিনি ও পাটারিরহাট ইউনিয়ন অরক্ষিত। বর্ষা মৌসুমে অমাবস্যা-পূর্ণিমায় জোয়ারের পানি উঠে প্রতিবছর নিম্নাঞ্চলের এসব এলাকা প্লাবিত হয়।

মাতাব্বরহাট এলাকাবাসী জানায়, দিনের শুরুতেই ধান রোদে শুকাতে দেওয়া হয়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই রোববার দুপুরের পর প্রায় ৩০ মণ ধান জোয়ারে ভাসিয়ে নেয়। বিকেলে মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যাওয়ায় ক্ষেতের পাকা আউশ, বীজতলা ও রোপা আমনসহ ফসলি জমি তলিয়ে যায়।  

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়