রাজশাহীতে জামায়াত-শিবিরের ৬২ নেতা-কর্মী আটক
রাজশাহী: রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর বাঘা পৌর আমির অধ্যাপক সাইফুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৬২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতারি মধ্যপাড়া মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে জামায়াতে ইসলামীর বাঘার দপ্তর সম্পাদক ইমাজ উদ্দীন, ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সেক্রেটারি জাহাঙ্গীরও রয়েছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান নিউজবাংলাদেশকে জানান, এশার নামাজ শেষে তারা মসজিদের ভেতরে গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে ওই মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টের পেয়ে জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান মৌলানা জিন্নাত আলী আগেই সটকে পড়েছেন বলে জানান ওসি। তবে আটক সাইফুল ইসলাম দাবি করেছেন তারা কোরআন হাদিস নিয়ে মসজিদে আলোচনা করছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








