নড়াইলে অস্ত্র-গুলিসহ ‘ডাকাত’ আটক
নড়াইল: জেলার নড়াগাতি থানার রামপুর-নয়নপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি শাটারগান ও এক রাউন্ড গুলিসহ সবুজ (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার গভীররাতে তাকে আটক করা হয়।
আটক সবুজ সিবানন্দপুর গ্রামের সায়েদ হোসেনের ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, নড়াইলের নড়াগাতি থানার রামপুর-নয়নপুর সড়কে একটি ব্রিজের পাশ থেকে সবুজকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ১০-১২ জন পালিয়ে যায়। এরা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সবুজের নামে নড়াগাতি থানায় চুরিসহ পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই
নিউজবাংলাদেশ.কম








