সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত
খুলনা: সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার খলিলুর রহমান নিহত হয়েছেন।
সোমবার সকালে চাঁদপাই রেঞ্জের দরজা খান এলাকায় র্যাব-৮-এর সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাব-৮-এর ডিএডি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, ‘বন্দুকযুদ্ধে’ নিহত বনদস্যু খলিলুরের লাশ সুন্দরবন এলাকা থেকে থানায় আনা হচ্ছে। খলিলুরের বাড়ি পাথনঘাটা এলাকায় । তিনি বলেন, লাশ থানায় আনতে প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে।
তবে তার নামে কয়টি মামলা রয়েছে এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি ওসি।
নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








