News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৩, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

কুমিল্লায় ট্রাক খাদে, নিহত ৬

কুমিল্লায় ট্রাক খাদে, নিহত ৬

কুমিল্লা: টিনবোঝাই ট্রাক খাদে পড়ে কুমিল্লায় ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ি বিশ্বরোডের নন্দনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহীদ মিয়া (৩২), ফজলু (৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮) ও গেরু মিয়া (৩২)। তাদের সবার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে।

আহত পাঁচ শ্রমিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই ওই ছয় শ্রমিক নিহত হন। দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মৃতদেহগুলো কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, চালকের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সকালে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যানজটের খবর পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/ইউএন/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়