News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

তিনশ কেজি জিরা আটক: জব্দ তালিকায় ১২০ কেজি

তিনশ কেজি জিরা আটক: জব্দ তালিকায় ১২০ কেজি

রাজশাহী: রাজশাহীর শাহ মখদুম থানার এসআই মাহবুব আলম। পবা উপজেলা কমপ্লেক্সের সামনে বাস তল্লাশি করে ৩০০ কেজি জিরাসহ ৫ জনকে আটক করেছিলেন শনিবার রাত সাড়ে ৭টায়। কিন্তু থানার জব্দ তালিকায় জিরা দেখিয়েছেন মাত্র ১২০ কেজি। জিরার সঙ্গে আটক করেছিলেন ৫ জনকে। তাদের হ্যান্ডকাপ পরিয়ে দীর্ঘ সময় দেন দরবারও করেন। শেষ পর্যন্ত একজনকে গ্রেফতার দেখিয়ে ছেড়ে দেন অন্য চারজনকে।

শাহ মখদুম থানা পুলিশের একাধিক সদস্য জানায়, থানার এসআই মাহবুব আলম বর্তমানে থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শকের দায়িত্বে আছেন। সেই সুযোগে তিনি আটক জিরার অর্ধেকের বেশি সরিয়েছেন নিজের হেফাজতে। টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন চার চোরাকারবারিকে।

পুলিশের ওই সূত্রটি জানায়, ভারতীয় তিনশ কেজি জিরা নিয়ে রাজশাহী কোর্ট স্টেশনের কালু (৫০), মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুলের স্ত্রী জাহানারা (৪৫), নারায়ণপুরের সবুজজান (৪৮), আত্রাইগ্রামের গ্রামের তমির উদ্দিনের ছেলে মনোয়ারুল (৫০) ও গোদাগাড়ী উপজেলার বাবুল (৪৭) একটি বাসে করে আসছিলেন।

শাহমখদুম থানার এসআই মাহবুব আলম খবর পেয়ে পবা উপজেলা কমপ্লেক্সের সামনে বাসটি থামায়। ওই সময় জিরাসহ ওই ৫ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে হ্যান্ডকাপ পরিয়ে আটকে রাখেন দীর্ঘক্ষণ। পরে এদের মধ্যে চারজন মোটা অংকের টাকা দিয়ে ছাড়া পান। শুধু মনোয়ারুলকে এসব জিরার একক মালিক বলে আটক দেখানো হয়।

এ ব্যাপারে ফোন করে জানতে চাইলে শাহমখদুম থানার এসআই মাহবুব আলম প্রথমে বলেন, ৩০০ কেজি জিরাসহ একজনকে আটক করেছি।

থানার জব্দ খাতায় ১২০ কেজি দেখানোর কারণ জানত চাইলে তিনি বলেন, ১২০ কেজি জিরা উদ্ধার করেছি। ভুল করে ৩০০ কেজি বলে ফেলেছি।

টাকার বিনিময়ে চার আসামি ছাড়ার কথা অস্বীকার করে বলেন, আসল আসামিকেই ধরেছি। অন্যরা যাত্রী ছিলেন। তাই জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিয়েছি।

এ ব্যাপারে রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, ঘটনার সত্যতা খোঁজ নিয়ে জানবো। পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়