News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০২, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

অপহৃত সোহেল উদ্ধার, আটক ১

অপহৃত সোহেল উদ্ধার, আটক ১

ঢাকা: রাজধানীর আদাবর থেকে অপহৃত সোহেলকে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভূগর্ভস্থ বেইজমেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ফুয়াদ মোহাম্মাদ শাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর রাত সাড়ে চারটায় অপহৃত গার্মেন্টস ব্যবসায়ী সোহেলকে উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন সংশ্লিস্ট থানার ওসি গাজী রুহুল ইমাম।

তিনি জানান, ‘সোহেলকে শনিবার দুপুর সাড়ে ১২টায় জাপান গার্ডেন সিটির সামনে থেকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে তারা অনুসন্ধান শুরু করে সোহেলকে উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত সন্দেহে ফুয়াদ মোহাম্মাদ শাহ নামের এক ব্যক্তিকেও আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়