News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

কপোতাক্ষ বাঁচানোর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কপোতাক্ষ বাঁচানোর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

যশোর: কপোতাক্ষের উজানে নদী সংযোগ, ভাটিতে সাগর পর্যন্ত পলি অপসারণসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন। রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বেলা ১২টার দিকে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা যশোর টাউন হল ময়দানে জড়ো হন। পরে তারা কালেক্টরেট চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতা ইকবাল কবির জাহিদ, অনিল বিশ্বাস, মাস্টার নূর জালাল, হাজী কওসার, আবুল কালাম আজাদ প্রমুখ।

কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ জানান, কপোতাক্ষের উজানে নদী সংযোগ, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ভাটিতে সাগর পর্যন্ত পলি অপসারণ, নদের বাঁধ-পাটা অপসারণ এবং এ সকল প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের দাবিতে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্মারকলিপিটি গ্রহণ করেছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামীও উপস্থিত ছিলেন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কপোতাক্ষের সকল বাঁধ-পাটা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়