News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৪, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ১১:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২০

শিল্পখাতে বিধিনিষেধ ছাড়াই মিলবে বিদ্যুৎ

শিল্পখাতে বিধিনিষেধ ছাড়াই মিলবে বিদ্যুৎ

ঢাকা: অর্থনীতির গতি আরো সুসংহত করতে শিল্পখাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার।
 
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের ‘সক্ষমতা বাড়ায়’ সরকার শিল্পসহ সকল খাতে বিদ্যুৎ সংযোগ ‘উন্মুক্ত ও সহজতর’ করার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ নভেম্বর ২০১০ তারিখ হতে বিদ্যুতের সুষম বন্টনের লক্ষ্যে শিল্পসহ সকল নতুন সংযোগ সীমিত করার নির্দেশনা ছিল। এখন এ নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

গত ২৩ আগষ্ট ২০১৫ তারিখের বিদ্যুৎ বিভাগের এক পরিপত্রে বলা হয়, ১০ (দশ) মেগাওয়াটের নীচে সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানি সংযোগ দিতে পারবে।  

বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে যে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে দালালের সহায়তা গ্রহণ না করে স্ব স্ব এলাকার বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৪-১৫ অর্থ বছরে মোট ৩৬ হাজার শিল্প প্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর আবাসিক খাতে দেওয়া হয় ১৮ লাখ নতুন সংযোগ।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়