News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৩, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২২, ২০ জানুয়ারি ২০২০

সমন্বিত অভিযান অব্যাহত আছে: বিজিবি মহাপরিচালক

সমন্বিত অভিযান অব্যাহত আছে: বিজিবি মহাপরিচালক

ঢাকা: বান্দরবানের দুর্গম এলাকা থানচির বড় মদক সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজিবি সদরদপ্তরে একং প্রেসবিফ্রিংয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

বিজিবি মহাপরিচালক জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর  হামলার ঘটনায় আক্রমণকারীদের সংখ্যা ছিলো ৫০ জনের মত। তারা এখন পুরোপুরি নিষ্ক্রিয়, তবে এখনো তারা বাংলাদেশ সীমান্ত ছেড়ে যায়নি। একারণে সমন্বিত অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, “ওই সশস্ত্র সংগঠনের সদস্যরা আক্রমণের সময় ঘোড়া ব্যবহার করার কারণে বিজিবি সদস্যরা প্রথমদিকে তাদের সঙ্গে পেরে উঠেনি। তারা দ্রুত এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলাচল করতে পারছিল। ফলে বিজিবির সদস্যরা কিছুটা সমস্যায় পড়েছিলো। পরে সমন্বিত অভিযান শুরু করার পর সশস্ত্র সংগঠনের সদস্যরা পিছু হটে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বান্দরবান সীমান্তের বড় মদকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলা চালায় মিয়ানমারের অজ্ঞাত সশস্ত্র বিদ্রোহী দল। এসময় তারা সীমান্তে বিজিবির একটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ঘিরে ফেলে। ধারণা করা হচ্ছে এরা বিদ্রোহী আরাকান আর্মির সদস্য। এসময় গোলাগুলিতে বিজিবির নায়েক জাকির (কর্পোরাল) গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্যরা যোগ দেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়