দগ্ধ রিয়াকে বাঁচানো গেলো না!
ঢাকা: রাজধানীর শাখারী বাজারের কবিরাজ বাড়ি নামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় মা-বাবার সঙ্গে থাকতেন ১০ বছরের শিশু রিয়া। ২০ আগস্ট বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটলে মা লিপি আক্তার ও রিয়া দগ্ধ হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
টানা ৬ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার ভোররাতে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়া। তথ্যটি নিশ্চিত করেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।
তিনি বলেন, ‘রিয়ার শরীরের ২৫ ভাগ দগ্ধ ছিল। তবে সবচেয়ে বিপদের কারণ হয়েছে, তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। এ জন্যই শত চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না।’
রিয়ার মায়ের শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘রিয়ার মা লিপি আক্তারের শরীরের ২২ ভাগ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী দগ্ধ হয়নি। তাই আপতত তিনি শঙ্কামুক্ত।’
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








