News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:২২, ২০ সেপ্টেম্বর ২০২০

দিনে ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আসে ১৩ দেশ থেকে

দিনে ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আসে ১৩ দেশ থেকে

ঢাকা: ‘পুলিশ গড়ে প্রতিদিন ৮টি করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসব অস্ত্র বাংলাদেশে আসে ১৩টি দেশ থেকে।’ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এক জরিপে এ তথ্য জানা যায়।

জরিপে আগ্নেয়াস্ত্র উদ্ধারের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় স্থানে খুলনা, আর সব শেষে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলশ (ডিএমপি)।

আইজিপির নির্দেশনা অনুযায়ী ৬ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ৪৬১টি আগ্নেয়াস্ত্র, ৮৬৬টি ধারালো অস্ত্র, ১৫১২টি আগ্নেয়াস্ত্রের গুলি, ৪৩ হাজার ৪৫১টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।

এর মধ্যে, সবচেয়ে বেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে চট্টগ্রাম রেঞ্জে। সেখানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের সংখ্যা ১১৬টি। ৭৬টি আগ্নেয়াস্ত্র নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা রেঞ্জ এবং ৬৮টি আগ্নেয়াস্ত্র নিয়ে ঢাকা রেঞ্জের অবস্থান তৃতীয়। এছাড়াও রাজশাহী রেঞ্জে ৫৬টি এবং ডিএমপি ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

অস্ত্র উদ্ধারের এসব ঘটনায় মামলা হয়েছে ৫২৩টি এবং গ্রেফতার হয়েছে ৯৮৩ জন। আর বিস্ফোরক দ্রব্য উদ্ধার সংক্রান্তে মামলা হয়েছে ৬৭টি এবং গ্রেফতার হয়েছে ১২৫ জন।

জরিপের ফলাফলে জানা যায়, পুলিশ গড়ে প্রতিদিন ৮টি করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ১৩টি দেশ থেকে এসব অস্ত্র বাংলাদেশে আসে।

গত জুন মাসে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের জন্য ১৬টি ইউনিটের ডিআইজিদেরকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক। তারই পরিপ্রেক্ষিতে গত আড়াই মাসে সারা দেশ থেকে প্রতিদিন গড়ে ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩ দেশীয় অস্ত্র এবং ৫ শতাধিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

২৫ আগস্ট পর্যন্ত উদ্ধার অস্ত্রের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, সারাদেশে  ৪৬১টি আগ্নেয়াস্ত্র, ৮৬৬টি ধারালো অস্ত্র, ১৫১২টি আগ্নেয়াস্ত্রের গুলি, ৪৩ হাজার ৪৫১টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়