News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২২, ২০ জানুয়ারি ২০২০

ইলিশ ধরতে ১৫ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ ধরতে ১৫ দিনের নিষেধাজ্ঞা

ঢাকা: ইলিশ মাছের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ এবং বিক্রি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সংরক্ষণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষ সাংবাদিকদের এতথ্য জানান মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

মন্ত্রী বলেন, “এই সময় সংশ্লিষ্ট এলাকার জেলেদের রেশন হিসেবে চাল দেওয়া হবে। এ আদেশ অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং একহাজার টাকা জরিমানা দিতে হবে। ”

মন্ত্রী আরো বলেন, “এর আগের মাছ ধরা বন্ধ ছিল ১১ দিন। এবার সময় চারদিন বৃদ্ধি করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে প্রতিবছর আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকত।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছুর রহমান বলেন, “অন্যান্য বছর নিষিদ্ধের সময় ১১ দিন পর মা ইলিশ মাছ সমুদ্রে ফিরে যাওয়ার সময় ধরা পড়ত। এজন্য এসময় চারদিন বাড়ানো হয়েছে। এবছর আশ্বিনী পূর্ণিমার দিন ও এর আগের তিন দিন ছাড়াও পূর্ণিমার পর ১১ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।”

সরকার নির্ধারিত ওই সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়