সন্ত্রাস দমনে কাজ করবে জাপানি পুলিশ
ঢাকা: সন্ত্রাস, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল অপরাধ দমনে বাংলাদেশের ও জাপানের পুলিশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন জাপানের নব নিযুক্ত রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করে মাসাতো ওয়াতানাবে এ কথা জানান।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাস, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল অপরাধ দমনে বাংলাদেশের ও জাপানের পুলিশ একসাথে কাজ করবে।’ এ ক্ষেত্রে প্রযুক্তি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং কারিগরি জ্ঞান বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইজিপি বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বৈশ্বিক নিরাপত্তায় পুলিশি যোগাযোগ, ইন্টেলিজেন্স বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। সে ক্ষেত্রে জাপানের পুলিশের সাথে বাংলাদেশ পুলিশ একত্রে কাজ করতে আগ্রহী। সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং সন্ত্রাস দমনে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা বৃদ্ধি উভয় দেশের পুলিশি ব্যবস্থা এবং জননিরাপত্তাকে আরো সমৃদ্ধ করবে।’
এসময় তাছাড়া জাপানী রাষ্ট্রদূত ঢাকায় তাদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাতকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্) নজরুল ইসলাম এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ও নিরাপত্তা সহযোগী ইয়াসাকু কিনজু উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








