দুই চুলার গ্যাসবিল ৬৫০ টাকা
ঢাকা: সাড়ে চারশ টাকা থেকে লাফ দিয়ে সাড়ে ছয়শ টাকা হয়ে গেল দুই চুলার গ্যাসবিল। এর ফলে বাসা বাড়িতে যারা রান্নার কাজে দুই চুলা ব্যবহার করেন আগামী মাস থেকে তাদের আরও দুই শ টাকা বেশি গুণতে হবে। আর এক চুলার বিলও দুইশ টাকা বাড়িয়ে ধরা হয়েছে ৬০০ টাকা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গ্যাসের এ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে।
বাজারে যখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে ঠিক সে সময়ই গ্যাস ও বিদ্যুতের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস দুটির দাম বাড়ানো হলো।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান এ আর খান জানান, গ্যাসের দাম গড়ে ২৬.২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ২.৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। বর্ধিত এই মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
তিনি জানান, গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে।
গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সার ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়েনি।
গ্রাহক পর্যায়ে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয় গত বছর মার্চে। এ সময় বিদ্যুতের দাম গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়। তার আগের পাঁচ বছরে খুচরা ও পাইকারি মিলিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ১১ দফা।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








