News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২৩, ২০ জানুয়ারি ২০২০

কোরবানির জন্য রাজধানীতে ৪৯৩ স্থান নির্ধারণ

কোরবানির জন্য রাজধানীতে ৪৯৩ স্থান নির্ধারণ

ঢাকা: পশু কোরবানির জন্য ঢাকা শহরে ৪৯৩টি এবং চট্টগ্রাম সিটির জন্য ২০টি স্থানে সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পশু কোরবানির বিষয়টি তদরকি করবে ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঈদ পরবর্তী সময়ে নির্দিষ্ট স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করবে সিটি করপোরেশন।

সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, “পবিত্র ঈদুল আজহায় রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানানো হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এ ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সব পৌরসভায় এ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “রাজধানীতে ১৬টি পশুর হাট থাকবে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬টি পশুর হাট বসবে। এছাড়া রেললাইন ও লোকজন চলাচলের রাস্তায় পশু কোরবানি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সিটি করপোরেশনকে এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এছাড়া, জনগণকে সচেতন করার জন্য ঈদের ৩ দিন আগে থেকে মাইকিং করবে সিটি করপোরেশন। নামাজের সময় মুসল্লিদেরও সচেতন করার জন্য ইমামদের অনুরোধ করা হবে বলেও জানান স্থানীয় সরকার সচিব।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়