News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ১১:০৯, ৪ মার্চ ২০২০

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালো সরকার

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালো সরকার

ঢাকা: ভোক্তা পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালো সরকার। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম ২ দশমিক ৯৭ শতাংশ ও গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ছে। বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংস্থাটির সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে এসব ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান এ আর খান।

বিদ্যুতের ক্ষেত্রে ১ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি আগের দর অপরিবর্তিত রয়েছে। তবে ৫০ থেকে ৭৯ ইউনিট খরচে ইউনিট প্রতি ২৭ পয়সা বেড়ে ৩.৫৩ টাকা থেকে ৩.৮০ টাকা করা হয়েছে।

আগে যেখানে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাসের চুলার জন্য মাসে ৪০০ টাকা বিল দিতেন গ্রাহকরা, পরিবর্তিত দামে তারা ৬০০ টাকা বিল দেবেন। দুই চুলা ব্যবহারকারীকে বিল দিতে হবে ৪৫০ টাকার স্থলে ৬৫০টাকা। বর্ধিত এই মূল্য আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান এ আর খান।

এর আগে গত ২০-২৫ জানুয়ারি বিদ্যুতের মূল্য বৃদ্ধির আবেদনের ওপর এবং ২-৫ ফেব্রুয়ারি গ্যাসের মূল্য বৃদ্ধির আবেদনের ওপর বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়