News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২৩, ২০ জানুয়ারি ২০২০

বাদশা হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

বাদশা হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

ঢাকা: রাজধানীর রামপুরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাদশা হত্যাকাণ্ডের আসামি নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামপুরা থানা এলাকায় বিশেষ অভিযানে নয়নকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা নিহত বাদশাহ পুলিশকে জানানোর কারণে তার সহযোগীরা মিলে বাদশাকে রামপুরার বালুর মাঠে পরিকল্পিতভাবে গুলি করে ও পরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

উল্লেখ্য, পুলিশের সোর্স হিসেবে পরিচিত বাদশা চলতি বছরের জানুয়ারি মাসের ৯ তারিখে রামপুরা বালুর মাঠে খুন হন। সে সময় তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এলাকার বিভিন্ন সন্ত্রাসীদের কথা পুলিশকে জানানোর কারণেই তাকে খুন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়