আন্তঃজেলা ডাকাত এবার রাজধানীতে
ঢাকা: এবার রাজধানীর কল্যাণপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন, কামাল হোসেন, বাদশা, আসমত আলী, রিমন ও সাবু।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর মডেল থানার এসআই পলাশ।
তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে মিরপুর মডেল থানা এলাকার কল্যাণপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে তিনটি ধারালো ছোরা, একটি মিনি পিক-আপ গাড়ী (ঢাকা মেট্রো ণ-১১-৮৬৫০) ও একটি বিষাক্ত মলমের কৌটা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, মিরপুর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল। বেশ কিছু দিন ধরে রাজধানীসহ আশেপাশের জেলা শহরে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল তারা।
প্রসঙ্গত, ২৪ আগস্ট সাভারে বিদেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছিল পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








