‘মহাসড়কে আগের তুলনায় দুর্ঘটনা কমে এসেছে’
নাটোর: ২২টি মহাসড়কে অযান্ত্রিক যানবাহন নিষিদ্ধ করায় মহাসড়কে আগের তুলনায় দুর্ঘটনা কমে এসেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের তকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনারোধে গাড়িচালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিলি শেষে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, “২২টি মহাসড়কে অযান্ত্রিক যানবাহন নিষিদ্ধ করায় মহাসড়কে আগের তুলনায় দুর্ঘটনা কমে এসেছে। সারা দেশের ১৪৪টি ব্লাক স্পট প্রশস্ত করতে ১৬৫ কোটি টাকা এরই মধ্যে সরকার বরাদ্দ দিয়েছে। ডিসেম্বরের মধ্যে এসব ব্লাক স্পটের কাজ শেষ হবে। তখন বাঁক পেরোনোর কারণে যেসব দুর্ঘটনা ঘটত তা অনেকাংশে কমে যাবে।”
ওবায়দুল কাদের আরো বলেন, “চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঈদের সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মূল সড়কের পাশে বাই লেনের কাজ শেষ হলে এ মহাসড়কে আর যানজট থাকবে না।”
এসময় মন্ত্রী বিভিন্ন যানবহনের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করে দেখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৪ আসনের অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক মশিউর রহমানসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








