News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

‘সরকার সমর্থিত আইনজীবীরা হেলিকপ্টারে ঘুরে ভোট চেয়েছেন’

‘সরকার সমর্থিত আইনজীবীরা হেলিকপ্টারে ঘুরে ভোট চেয়েছেন’

ঢাকা: বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থিত আইনজীবীদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা সারাদেশে হেলিকপ্টারে ঘুরে ভোট চেয়েছেন বলে অভিযোগ করেছেন বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সাধারণ আসনের প্রার্থী অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রীম কোর্ট বারের সভাপতির কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থিত আইনজীবীদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা সারাদেশে হেলিকপ্টারে ঘুরে ভোট চেয়েছেন। তারা আইনজীবীদের রঙিন স্বপ্ন দেখিয়ে প্রভাবিত করেছেন। তাদের কথায় প্রভাবিত হয়েছে সাধারণ আইনজীবীরা।”

তিনি আরো বলেন, “সাদা প্যানেলের প্রার্থীরা সারাদেশে আইনজীবীদের উন্নয়নে বার কাউন্সিলের ফান্ডে কোটি কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখনও আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল পাইনি। তবে শুনেছি সাদা প্যানেল সংখ্যাগরিষ্টতা পেয়েছে। সরকার সমর্থিতরা যেভাবে আইনজীবীদের রঙিন স্বপ্ন দেখিয়েছেন সেটা বাস্তবায়ন হলে আমিও খুশি হবো। সে স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।”

মাহবুব হোসেন আরো বলেন, “আমরাও রাব কাউন্সিলের এ কমিটিতে থাকবো। সেখানে থেকে আইনজীবীদের বিভিন্ন সুযোগ- সুবিধার বিষয়ে চিন্তা করবো। আমি শুধু এতটুকুই বলব, আনইজীবীরা যেন হতাশ না হন। আমরা বার কাউন্সিলে থাকা অবস্থায় সরকার এটিকে পঙ্গু করে দিয়েছে। এখানে নতুন আইন করে সচিব পদে একজন বিচারককে বসিয়েছে, আইন পরিবর্তন করেছে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমি আইনজীবীদের জীবিত থাকা অবস্থায় তাদের বেনাবোলেন ফান্ড (এককালীন টাকা) পরিশোধ করার চিন্তা করেছিলাম, কিন্তু সরকার সেটি প্রজ্ঞাপন জারি করেনি।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাড. আবদুল বাসেত মজুদার সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন, “বিএনপি সমর্থিত আইনজীবীরা বার কাউন্সিলের নেতৃত্বে থেকে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে।”

তিনি আরো বলেন, “তারা আইনজীবীদের জন্য কল্যাণমূলক কাজ করেনি। আমরা নতুন কমিটি করে আইনজীবীদের জন্য কল্যাণমূলক কাজ করবো। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তি শালী করবো।”

নিউজবাংলাদেশ.কম/এমএইচএম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়