যাত্রাবাড়ীতে ৩ ভুয়া ডিবি আটক
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। তারা হলেন, হাফিজুর রহমান, মনির হোসেন ও পিকুল শেখ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় রায়েরবাগ ও শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি এক্স করোলা প্রাইভেট কার ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা এ কাজের সাথে জড়িত। তাদের একটি সংঘবদ্ধ চক্র ঢাকা শহর এবং এর আশে পাশে বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন রকমের অপরাধ কর্মকাণ্ড করে আসছে।
এর আগে ওই দিন বেলা ১২টায় যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মোড়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক ডেমরা জোনের যৌথ চেকপোস্টে তল্লাশি চলাকালীন এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম দুলাল বেপারী। এ সময় তার হেফাজত হতে ৭৫ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিল ও একটি সাদা রংয়ের টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুলাল বেপারী একজন বড় মাদক ব্যবসায়ী এবং তার সাথে অন্যান্য মাদক চক্রের যোগাযোগ রয়েছে। তাদের মূল হোতাসহ পুরো মাদক চক্রকে আইনের আওতায় আনার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদসহ অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত গাঁজা, ফেনসিডিল ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ তথ্যের সতত্যা নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) এস এম তারেক রহমান।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








