News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৬, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার

আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার

ঢাকা: আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকেল ৪টায় কমিশনে এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিইআরসি সূত্র জানায়, গ্যাসের দাম ২০ শতাংশের ওপরে বাড়ানো হচ্ছে। তবে অপরিবর্তিত থাকতে পারে সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম। আবাসিকসহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়লেও লাইফ লাইন ও সেচের ক্ষেত্রে দাম অপরিবর্তিত থাকবে।

এর আগে ২০-২৫ জানুয়ারি বিদ্যুৎ এবং ২-৫ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ার আবেদনের ওপর বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়