আরাকান আর্মির পোশাকসহ রাখাইন যুবক আটক
রাঙামাটি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে অং ইউ ইয়াই রাখাইন (২৫) নামের এক যুবককে আরাকান আর্মির পোশাকসহ আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়।
তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে অং ইউ ইয়াই রাখইনকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া গেছে।
রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অং ইউ নিজেকে আরাকান আর্মির সহযোগী বলে স্বীকার করেছেন । তার বাড়ি আরাকানে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকালে বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তচৌকি (বিওপি) ও টহল দলের ওপর গুলি ছোড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি।
মিয়ানমার সীমান্তবর্তী থানচির বড় মদক এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়। হামলার পর থানচি সীমান্তে বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এতে আরাকান আর্মির সন্ত্রাসীরা পিছু হটে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়ে।
নিউজবাংলাদেশ.কম








