News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৭, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

ডেমরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডেমরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর ডেমরায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ডেমরার আমুলিয়া আতিক মার্কেটের পাশে রাস্তার ঢাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ডেমরা থানার উপপরিদর্শক মো. আহাদ নিউজবাংলাদেশকে জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়।

তিনি আরও জানান, রাতের আঁধারে তাকে হাত-পা বেঁধে পিটিয়ে ও ক্ষত-বিক্ষত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের কোনো পরিচয় মেলেনি।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়