News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৪, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতিসহ দুজনের অস্ত্রের লাইসেন্স বাতিল

কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতিসহ দুজনের অস্ত্রের লাইসেন্স বাতিল

কুষ্টিয়া: জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীসহ এক মুক্তিযোদ্ধার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭টায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এ লাইসেন্স বাতিল করেন।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “হামলা চালিয়ে পুলিশকে আহত করার ঘটনা ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলার আসামি রুমি। বর্তমানে নাশকতা মামলায় তিনি জেলা কারাগারে আছেন। একটি মামলায় পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে।”

সূত্র আরো বলেন, “এরই প্রেক্ষিতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর নামে একটি শর্টগান ও একটি পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া দৌলতপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর একনলা বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেকেন্দার আলী রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।”

জানা গেছে, সম্প্রতি ঘোড়ামারা এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সেকেন্দারের দুই ছেলে ওই একনলা বন্দুক নিয়ে গুলি ছোড়ে। জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় একনলা বন্দুকের নিবন্ধন বাতিল করা হয়েছে।

বাতিলের বিষয়টি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। অস্ত্র ও গুলি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৭ আগস্ট চার আওয়ামী লীগ নেতাসহ সাতজনের ১০টি অস্ত্রের লাইসেন্স বাতিল করে জেলা ম্যাজিস্ট্রেট।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়