ঢামেক হাসপাতালে বোমাসদৃশ বস্তু
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক চিকিৎসকের কক্ষ থেকে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে বস্তুটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদার সকাল ৯টার দিকে বহির্বিভাগে তার কক্ষে ঢুকে টেবিলের কাছে বস্তুটি পড়ে থাকতে দেখেন। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ডিবি উপপরিদর্শক (এসআই) মো. কাদের জানান, বোমাসদৃশ বস্তুটি পরীক্ষার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান সাংবাদিকদের জানান, নাশকতার উদ্দেশ্যে এটি করা হয়েছে বলে তারা মনে করছেন না। এ নিয়ে কর্তৃপক্ষ একটি বোর্ড বসাবে। সেখানে ব্যাপারটি নিয়ে আলোচনা হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








