News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৯, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

দিনাজপুর: জেলার বোচাগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় সোলায়মান আলী (৬০) ও বাবুল চন্দ্র রায় (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।

বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বৃষ্টির মধ্যে খালপাড়া গ্রামে জমির আগাছা পরিষ্কার করছিলেন সোলায়মান আলী। এসময় বজ্রপাতে গুরুতর আহত তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

অন্যদিকে, মনিপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বাবুল রায়ের মৃত্যু হয় বলে জানান নুরুন্নবী।

নিউজবাংলাদেশ.কম/এসএম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়