কাজী জাফরের জানাজা শুক্রবার
ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের জানাজা শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
কাজী জাফর আহমদের ব্যক্তিগত সচিব গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।
গোলাম মোস্তফা বলেন, “স্যারের (কাজী জাফর) পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কাজী জাফর আহমদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








