পাবনায় বাসচাপায় স্কুলছাত্র নিহত
পাবনা: জেলার সাঁথিয়ায় বাসচাপায় আহত স্কুলছাত্র আরাফাত শুভ (১৫) বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুভ উপজেলার ভৈরবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের সিদ্দিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও শুভর স্কুল শিক্ষক আফসার আলী জানান, বুধবার বিকেল ৫টার দিকে শুভ প্রাইভেট পড়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। ঢাকা- পাবনা মহাসড়কের বহলবাড়িয়া নামক স্থানে এসে পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস নামের একটি কোচ তাকে পিছন থেকে চাপা দেয়। তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর রাতে সে মারা যায়।
শুভ মিয়াপুর হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজে শুভর ১ম নামাজে জানাজা ও বাদ যোহর তাদের বাড়িতে ২য় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন কর হবে।
নিউজবাংলাদেশ.কম/এআইজে/এফই
নিউজবাংলাদেশ.কম








