গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ
মাগুরায় আরও দুই আসামি গ্রেফতার
মাগুরা: জেলায় ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সহিংসতায় গর্ভস্থ শিশু সুরাইয়া গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলায় আরও দুই আসামি গ্রেফতার হয়েছে। রোববার রাত ১০টার দিকে মাগুরা সদরের আলমখালী এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ নিয়ে মামলার ১৬ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হলো র্যাব ও পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মামলার ৬ নং আসামি ফরিদ ও ১২ নং আসামি মিল্টন। ইলেকট্রিক মিস্ত্রি ও স্থানীয় কেবল টিভি নেটওয়ার্কের লাইনম্যান ফরিদ দোয়ারপাড় এলাকার সৈয়দ আলী করিগরের ছেলে। চা দোকানি মিল্টন একই এলাকার ফজেদ মল্লিকের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা-যশোর সড়কের আলমখালী এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। ফরিদ ও মিল্টন ঢাকা থেকে ছেড়ে আসা তুহিন ডিলাক্সের বাসে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।
এর আগে মাগুরা ডিবি পুলিশ মামলার ৭ ও ৮ নং আসামি বাপ্পী ও সাগরকে ৩ জুলাই বিকেলে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করে।
গত ২৬ জুলাই রাতে ডিবি পুলিশ ফরিদপুর থেকে মামলার ৫ নং আসামি সুমন কারিগর ও ১৪ নং আসামি সোবহানকে কারিগরকে গ্রেফতার করে। তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে এনেছিল পুলিশ।
গত ২ আগস্ট ঢাকার কল্যাণপুর থেকে ব্যার-৪ গ্রেফতার করেছিল মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে। রোববার আদালতে শুনানি শেষে সেন সুমনকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
২ আগষ্ট রাতে মাগুরার ওয়াপদা এলাকায় ঈগল পরিবহন থেকে গ্রেফতার হয়েছিল মামলার ১৪ নং আসামি মাইক্রোবাসের চালক নজরুল।
ইমাউল হক জানান, এ নিয়ে মামলার এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে সাতজন গ্রেফতার হয়েছে।
প্রসঙ্গত, ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূইয়ার সাথে ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থাকা মাগুরা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পিওন মোহম্মদ আলী নামে অপর এক যুবকের সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূইয়া নামে একজন। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ।
২৬ জুলাই নিহত মমিনের পুত্র রুবেল মাগুরা সদর থানায় ১৬ জনকে আসামি করে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
নিউজবাংলাদেশ.কম/বিআর/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম








