News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৬, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

শাহজালালে ১ কেজি সোনাসহ আটক ২

শাহজালালে ১ কেজি সোনাসহ আটক ২

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমিগ্রেশন এরিয়া থেকে ওই যাত্রীদের আটক করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

আটককৃতরা হলেন- সাভারের মো. আল আমিন ও ফেনীর বদিউজ্জামান। তারা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।

শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার বলেন, যাত্রীদের লাগেজ তল্লাশি করে এক কেজি সোনা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়